আদমদীঘিতে আগাম মিষ্টি খাওয়াচ্ছেন এক জাপা নেতা
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩, ১৮:৩০ | আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৪:৫১
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে ফের লাঙ্গল মার্কার প্রার্থী বিজয়ী হচ্ছেন দাবী করে আগাম মিষ্টি খাওয়াচ্ছেন আদমদীঘি উপজেলা জাতীয় পার্টির এক নেতা। পরিচিত যাকেই সামনে পাচ্ছে তাকেই মিষ্টি খাওয়ার অফার দিচ্ছেন জাতীয় পার্টির আদমদীঘি উপজেলা শাখার আহবায়ক নাজির হোসেন মিলন। এই আসনে বর্তমানসহ টানা তিনবার নৌকার পরিবর্তে ছেড়ে দেওয়া হয়েছে লাঙ্গল মার্কার জাতীয় পাটির্কে। জাতীয় পার্টির প্রার্থী মোঃ নুরুল ইসলাম তালুকদার বর্তমানসহ দুইবার এমপি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের উপর ভর করে। গত দুই বারের মত এবার আওয়ামী লীগ তার পাশে নেই এখন পর্যন্ত। গত দুইবার আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধানের কারনে দলীয় কোন নেতা সতন্ত্র প্রার্থী হয়নি। কিন্তু এবারে কোন নিষেধাঙ্গা না থাকায় সতন্ত্র প্রার্থী হয়ে ভোটের মাঠ সরগরম করে তুলেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক উপকমিটির সদস্য অজয় কুমার সরকার এবং নৌকার মনোনয়ন বি ত (প্রত্যাহার) সিরাজুল ইসলাম খান রাজুর ছেলে আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ক্লিন ইমেজের তুরুন নেতা খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন। সুষ্টু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন শেষে কেন্দ্রে ফলাফল ঘোষনা করা হলে এই দুই সতন্ত্র প্রার্থীই হবেন একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বি এমনটা দাবী করছেন ভোট বিষয়ে অভিঙ্গ মহল। ঠিক এমন অবস্থায় জাপা নেতার আগাম মিষ্টি খাওয়ানো এবং খাওয়া অফার করার বিষয়টি নানা প্রশ্নের জন্ম দিয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার সান্তাহার শহরের সিএসডি গেটের সামনের হোটেলে চা খেতে খেতে ভোট পরিস্থিতি নিয়ে দৈনিক জনকন্ঠের এই প্রতিনিধি আলাপ করছিলেন বিশিষ্ট শ্রমিক নেতা ও ভোট বিষয়ে যথেষ্ট অভিঙ্গ মকবুল হোসেন জোয়ারদারের সাথে। এসময় সেখানে হাজির হয় আদমদীঘি উপজেলা জাতীয় পার্টির আহবায়ক নাজির হোসেন (এন এইচ) মিলন। তিনি আমাদের মিষ্টি খাওয়ার অফার দেন। কারন জানতে চাইলে তিনি বলেন, আমরা আছি এবং থাকবো। এজন্য আগাম মিষ্টি খাওয়াচ্ছি, আসেন আপনারাও খান। তিনি আরো বলেন, শেখ হাসিনা আমাদের ২৬টার মধ্যে সাড়ে ২৫টা দিলেও মানবো না। সরকার গঠনের স্বার্থেই এর কোন বিকল্প নেই। এমন অবস্থায় সচেতন মহলের প্রশ্ন কি ঘটতে যাচ্ছে আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৩ আসনে?
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত