আদমদীঘিতে অসামাজিক কার্যকলাপের দায়ে ২ জনের বিনাশ্রম কারাদন্ড

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

প্রকাশ: ২১ আগস্ট ২০২১, ১৯:৪৩ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ১৭:২২

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের শুভ আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অপরাধে ২জনের ৭ দিনের করে বিনাশ্রম কারাদন্ড ও হোটেলের ম্যানেজারের ১হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে উপজেলার সান্তাহার শহরের ষ্টেশন রোডে শুভ আবাসিক হোটেল থেকে এসব অপরাধীদের গ্রেপ্তার করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও  নির্বাহী ম্যাজিষ্ট্রেট শ্রাবণী রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই রায় দেন। 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ভ্রাম্যমান আদালত শনিবার দুপুরে উপজেলার সান্তাহার শহরে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের খবর পেয়ে অভিযান চালিয়ে দেহ ব্যবসায়ী জেসমিন আক্তার (৪৫), খদ্দের বাদশা মিয়া (৫৫) ও হোটেল ম্যানেজার আব্দুল হাকিম (৫৬) কে গ্রেপ্তার করে। পরে আদালত ২জনের ৭ দিন করে কারাদন্ড ও হোটেল ম্যানেজারের ১ হাজার টাকা করে জরিমানা করেন। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন বলেন, দন্ডপ্রাপ্ত আসামীদের বগুড়া জেল হাজতে প্রেরন করা হয়েছে ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত