আদমদীঘিতে অনৈতিক কাজে লিপ্তের অভিযোগে হাতে নাতে দুই জন আটক

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১০ এপ্রিল ২০২১, ১৯:১৭ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৪

প্রেম মানে না জাত কুল, কিবা হাড়ি কিবা ঢোম ! এমনি এক কৌতুহলী ঘটনা ঘটেছে বগুড়ার আদমদীঘির পল্লীতে। স্ত্রী পরিবার থাকা স্বত্বেও সনাতনধর্মলম্বী কাজল বর্মন নামের এক ব্যবসায়ী পার্শ্ববর্তী গ্রামের মুসলিম ধর্মের এক অটো চালকের স্ত্রী আরজিনা বেগমের সাথে প্রেমের সর্ম্পকের এক ফাঁকে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় শুক্রবার রাতে গ্রামবাসী তাদের হাতে নাতে আটক করেছে। পুলিশ শনিবার সকালে আটক ওই নর-নারীকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। 

গ্রামবাসী সূত্রে জানাগেছে, উপজেলা চাঁপাপুর ইউনিয়নের ভেনল্যা গ্রামের সনাতনধর্মলম্বী সুরেশ বর্মনের ছেলে ব্যবসায়ী কাজল বর্মন (৪৫) এর সাথে পার্শ্ববর্তী মাতাপুর গ্রামের মুসলিমধর্মালম্বী মিঠু উদ্দীনের স্ত্রী আরজিনা বেগমের সাথে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। দু’জনে প্রেমের এক পর্যায়ে গত শক্রবার রাতে প্রেমিকা আরজিন বেগম প্রেমিক কাজল বর্মনের গ্রামে গিয়ে জনৈক এক ব্যক্তির বাড়ীতে অনৈতিক কাজে লিপ্ত হয়। এ সময় গ্রামবাসী টের পেয়ে তাদেরকে হাতে নাতে আটক করে। রাতভর আটকের পর শনিবার সকালে পুলিশ ওই দুই নর-নারীকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন জানান, আটক নারী আরজিনা বেগমকে ছেড়ে দেয়া হয়েছে এবং কাজল বর্মনকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত