আদমদীঘিতে অগ্নিকান্ডে ৮টি দোকান পুড়ে ছাই

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৮ জুন ২০২১, ১৯:২৬ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:৫৪

বগুড়ার আদমদীঘিতে অগ্নিকান্ডে ৮টি সূতার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। উপজেলার ঐতিহ্যবাহী সাঁওইল বাজারে বৃহস্পতিবার রাতে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। আদমদীঘি ফায়ার সার্ভিসের এক ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার নশরতপুর ইউনিয়নের সাঁওইল বাজারের লুৎফর রহমান সূতা মার্কেটে বৈদুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। মূহর্তে মার্কেট মালিক লুৎফর রহমানের ছেলে এমরান, আপেল, মন্টু, আমজাদ, সায়ের আলীসহ আটটি সুতার দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আদমদীঘির একটি ফায়ার সার্ভিস ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। অগ্নিকান্ডে আটটি দোকানের প্রায় ৫০ লক্ষাধিক টাকা মূল্যের সুতা ও অন্যান্য আসবাবপত্র পুড়ে ভষ্মিভুত হয়েছে বলে ক্ষতিগ্রস্থ্য দোকানিরা দাবী করে। আদমদীঘি ফায়ার সার্ভিস ইনচার্জ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত