আতিকুল্লাহ খান মাসুদের মৃত্যুতে বিক্রমপুরে শোকের ছায়া

প্রকাশ: ২২ মার্চ ২০২১, ১২:২৮ | আপডেট : ১ মে ২০২৫, ০৯:০৩

জনকণ্ঠ সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদের আকস্মিক মৃত্যুতে মরহুমের নিজ এলাকা বিক্রমপুরের লৌহজং উপজেলায় গভীর শোক নেমে এসেছে। বীর মুক্তিযোদ্ধা আতিকুল্লাহ খান মাসুদের মৃত্যুতে স্হানীয় সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেন, তিনি বলেন জনকণ্ঠ সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদের অকাল মৃত্যু দেশের জন্য অপূরনীয় ক্ষতি হলো। মুক্তিযুদ্ধে সম্মুখ সময়ের সহকর্মী আতিকুল্লাহ খান মাসুদের মৃত্যুতে যুদ্ধকালিন কমান্ডার ঢালী মোয়াজ্জেম হোসেন গভীর শোক প্রকাশ করেন। বাসসের এমডি সাংবাদিক আবুল কালাম আজাদ প্রথিতযশা মুক্তিযোদ্ধা আতিকুল্লাহ খান মাসুদের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
এ ছাড়া লৌহজং থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার, গ্রামনগর বার্তার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও প্রকাশক খান নজরুল ইসলাম হান্নান, বিক্রমপুর প্রেসক্লাব, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন, অবারিত বাংলা, মেদিনীমন্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন, সহ লৌহজং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল গভীর শোক প্রকাশ করেন । ইতোমধ্যে ঢাকাস্থ বিক্রমপুর সমিতি, বিক্রমপুর ফাউন্ডেশন জাতীয় প্রেসক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন গভীর শোক প্রকাশ করেছে।
সোমবার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর নিজ বাসায় শ্বাসকষ্ট শুরু হলে হাসপাতালে নেওয়ার পথে মারা যান দৈনিক জনকণ্ঠের সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত