আটোয়ারীতে হিসাব রক্ষণ বিভাগের সিএজি'র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশ: ১২ মে ২০২৪, ১৯:৫০ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ২১:০৩
পঞ্চগড়ের আটোয়ারীতে হিসাব রক্ষণ বিভাগের বাংলাদেশ অডিট জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা হিসাব রক্ষন অফিসের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম এর সভাপতিত্বে আলচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবির, প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ রানা, কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ, বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নাসির হোসেন প্রমুখ।
এ সময় সকল সরকারি দপ্তরের প্রধান, গণমাধ্যমকর্মী সহ হিসাব রক্ষন অফিসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত