আটোয়ারীতে স্কুলের জমি নিয়ে শিক্ষার্থী ও অভিবাবকদের মানববন্ধন

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১ জানুয়ারি ২০২৪, ১৯:১৩ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ১৩:২৬

পঞ্চগড়ের আটোয়ারীতে স্কুলের বেআইনী ভাবে জমি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন কে অভিযোগ দেয় স্কুল কর্তৃপক্ষ। এতে সমাধান না হওয়ায় সোমবার (১জানুয়ারী) সকালে উপজেলার মির্জাপুরবাজারস্থ মহাসড়কে মানববন্ধন করেছে ওই স্কুলের শিক্ষক ,শিক্ষার্থী  অভিবাবকরা।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন  প্রধান শিক্ষিকা উম্মে সুরাইয়া আকতার ,শিক্ষক আরিফ হোসেন,শাহিনুর রহমান,শিক্ষিকা শাহনাজ পারভীন,শিক্ষিকা তোহরা বেগম, শিক্ষিকা সাবিনা ইয়াসমিন । অভিবাবক রুহুল আমিন, সুলতানা পারভীন ,ইয়ামিন আরা সহ গন্যমান্য ব্যক্তিরা।
অভিযোগে জানা যায়,আটোয়ারী উপজেলার মির্জাপুর বাজারস্থ পঞ্চগড়-রুহিয়া সড়কের পাশে পাবলিক স্কুল নামে একটি কিন্ডার গার্ডেন স্থাপিত হয়। সেখানে প্রায় দুই শতাধিক কোমলমতি শিশু লেখাপড়া করে আসছে। স্কুলটির প্রধান শিক্ষিকা জানান মোছা. উম্মে সুরাইয়া আকতার জানান , পঞ্চগড় সদর সাবরেজিষ্টার অফিসের কর্মচারি মোছা. আলিমা বেগমের নিকট ২০১৯ সালে ১২ শতক জমি একলাখ ৩০ হাজার টাকা দিয়ে বায়নামা করেন।কিন্তু দীর্ঘ সূত্রিতায় ওই জমি না দিয়ে আলিমা বেগম টালবাহানা করতে থাকে। সাথে জমিতে লোকজন দিয়ে গর্ত করে ও দখল করার পায়তায় লিপ্ত হয়।

মোছা. উম্মে সুরাইয়া আকতার স্কুলটির প্রধান শিক্ষক। তিনি জানান এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কে একটি লিখিত অভিযোগ প্রদান করা হয়েছে। অত্র মির্জাপুরে একটি মাত্র কিন্ডার গার্টেন। আলিমা বেগম জমি না দেওয়ার পায়তারায় লিপ্ত হয়ে গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়েছে। এবিষয়ে আলিমা বেগমের সাথে মুঠো ফোনেএকাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিভিস করেননি।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত