আজ মনোনয়নের চিঠি নেবেন আওয়ামী লীগের প্রার্থীরা

  গ্রামনগর বার্তা অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৩, ১২:২৬ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের দলীয় মনোনয়নের চিঠি এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে।

আজ সোমবার দুপুর ১২টায় দলটির সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নের চিঠি বিতরণ করা হচ্ছে।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২৯৮ জনের নাম ঘোষণা করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গতকাল রোববার বিকেল ৪ টায় ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। ৩০০ আসনের মধ্যে কুষ্টিয়া-২ ও  নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থীতা ঘোষণা করেনি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

এর আগে রোববার সকাল ১০টায় নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করা নেতা–কর্মীদের সঙ্গে গণভবনে মতবিনিময় করেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

গত ১৮ থেকে ২১ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের কাছে দলীয় ফরম বিক্রি করা হয়। চার দিনে ঢাকা বিভাগে ৭৩০টি, চট্টগ্রাম বিভাগে ৬৫৯টি, সিলেট বিভাগ ১৭২টি, ময়মনসিংহ বিভাগ ২৯৫টি, বরিশাল বিভাগে ২৫৮টি, খুলনা বিভাগে ৪১৬টি, রংপুর বিভাগে ৩০২টি ও রাজশাহী বিভাগে ৪০৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়। ৩০০ আসনে মোট তিন হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করে দলটি। এর মধ্যে অনলাইনে জমা দেন ১২১ জন। ফরম বিক্রি করে চার দিনে আওয়ামী লীগের আয় ১৬ কোটি ৮১ লাখ টাকা।

গত ১৫ নভেম্বর (বুধবার) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সিইসি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচারণা শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

কা/আ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত