আজ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৩, ১৩:৫০ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:০৫
ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ বুধবার মুখোমুখি লড়াই নামছে পয়েন্ট টেবিলের শীর্ষ দল স্বাগতিক ভারত এবং চার নম্বরে থাকা নিউজিল্যান্ড। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। একটি জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
তবে তার আগে ভারত-ভক্তরা শঙ্কায় গত আসরের সেমিফাইনাল ইতিহাস মনে করে। ২০১৯ বিশ্বকাপে এই নিউজিল্যান্ডের কাছেই ধরাশায়ী হয়ে ফাইনালে ওঠার স্বপ্ন গুড়িয়ে গিয়েছিল বিরাট কোহলিদের। ২৪০ রানের মাঝারি টার্গেট পেয়েও জিততে পারেনি ভারত। মাহেন্দ্র সিং ধোনিরা হেরেছিল ১৮ রানে।
ইংল্যান্ডের ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড করেছিল ২৩৯ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেছিলেন রস ট্রেইলর। দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ রান করেছিলেন ব্ল্যাক ক্যাপসদের বর্তমান দলপতি কেন উইলিয়ামসন। ২৮ রান এসেছিল হেনরি নিকোলাসের ব্যাট থেকে।
এরপর ২৪০ রানের লক্ষ্যে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। শেষমেশ কচ্ছপ গতিতে খেলে টেনেটুনে ইনিংসের ৩ বল বাকি থাকতে ২২১ রানে অলআউট হয়ে যান বিরাট কোহলিরা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান এসেছিল বাঁ-হাতি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৫০ রান করেন মাহেন্দ্র সিং ধোনি। এছাড়া রিশাভ প্যান্ট করেন ৩২ রান।
ওই ম্যাচের দুঃস্মৃতি আজও কষ্ট দেয় ভারতীয়সহ দলটির অসংখ্য ভক্তদের। সহজ লক্ষ্য পেয়েও জিততে না পারার ব্যথা আছে কোহলিদের মনেও। এবার তাদের সামনে প্রতিশোধ নেওয়ার সুযোগ। নিউজিল্যান্ডকে হারিয়ে ঘরের মাঠে ফাইনালে উঠতে পারবে তো ভারত? নাকি ২০১৯ সালের পুনরাবৃত্তি হবে? প্রশ্ন ক্রিকেটপ্রেমীদের মনে।
বর্তমান পারফরমেন্স বিবেচনা করলে অবশ্য এগিয়ে থাকবে ভারতই। কারণ, বিশ্বকাপের প্রথম পর্বের ৯টি খেলার সবকটিতেই জিতেছে তারা। পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে উঠেছে সেমিফাইনালে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগেই বিধ্বংসী ক্রিকেট খেলছে তারা। ফর্মের তুঙ্গে রয়েছেন বেশ কয়েকজন ব্যাটার-বোলার।
অন্যদিকে, প্রথম পর্বের ৯টি ম্যাচের তিনটিতে হারলেও গত বিশ্বকাপের ফাইনালিস্ট নিউজিল্যান্ডও রয়েছে দারুণ ছন্দে। ব্যাট-বলে ক্যারিশমা দেখাচ্ছেন তাদেরও কয়েকজন খেলোয়াড়। এছাড়া রয়েছে গত আসরের সেমিফাইনালে ভারতকে হারানোর মধুর স্মৃতি, রয়েছে আত্মবিশ্বাস। সঙ্গে কেন উইলিয়ামসনের কৌশলী অধিনায়কত্ব।
যদিও ভারতীয়দের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন, ২০১৯ বিশ্বকাপের দুঃস্মৃতি তার দলের পারফরমেন্সে কোনো প্রভাব ফেলবে না। গত ৯টি ম্যাচ যেভাবে জিতেছেন, সেই একই মেজাজে খেলবেন তারা। বাড়তি কোনো পরিকল্পনা নেই। সব মিলিয়ে আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে সেয়ানে সেয়ানে লড়াই। সেই লড়াইয়ে কে জেতে সেটাই দেখার।
ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল দেখবেন কখন কোথায়
বিশ্বকাপ ক্রিকেট: সেমিফাইনাল ভারত-নিউজিল্যান্ড, বেলা ২-৩০ মি.
টি স্পোর্টস ও গাজী টিভি
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত