আজীবন সম্মাননা পাচ্ছেন তিন গুণী
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২, ১৬:৪৭ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ২০:৩২
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিআরএ) চলচ্চিত্র, টিভি, সংগীত এবং মঞ্চ তারকাদের নিয়ে সেরার ভিত্তিতে ‘বিসিআরএ এ্যাওয়ার্ড-২০২২’প্রদান করছে। এতে সাংস্কৃতিক অঙ্গনের ৩ গুণীকে আজীবন সম্মাননা প্রদান করা হচ্ছে।
এ ৩ গুণী হচ্ছেন বিশিষ্ট সুরকার ও সংগীত পরিচালক শেখ সাদী খান, খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।
আগামী ২৩ ডিসেম্বর বিকাল সাড়ে ৪টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিতব্য এক অনুষ্ঠানে তাদের এ সম্মাননা প্রদান করা হবে। সাংস্কৃতিক অঙ্গনে অনন্য অবদানের জন্য এই ৩ গুণীকে আজীবন সম্মাননা জানানো হবে।
এ ছাড়াও সাংবাদিকতা বিভাগে প্রিন্ট মিডিয়ায় বিশেষ অবদান রাখার জন্য এই সম্মাননা পাচ্ছেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, ইলেক্ট্রনিক মিডিয়ায় বিশেষ অবানের জন্য বৈশাখী টিভির হেড অব নিউজ অশোক চৌধুরী এবং অনলাইন সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ প্রতিদিনের অনলাইন ইনচার্জ শামছুল হক রাসেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত।
সাধারণ সম্পাদক দুলাল খানের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অভি চৌধুরী।
উল্লেখ্য, শুরু থেকেই এ সংগঠন সুস্থ সংস্কৃতি চর্চা ও এর উন্নয়ন, সামাজিক সচেতনতাসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আজ আলোচিত। সহস্রাব্দকে বরণ করে নেওয়ার জন্য ২০০০ সালে আলোচিত মিলেনিয়াম অ্যাওয়ার্ড প্রদান, ২০০০ মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে বিশ্ব মাতৃভাষা দিবস উদযাপন, দুস্থ শিল্পীরে কল্যাণে কর্মকাণ্ড, অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ তথা নিজস্ব সংস্কৃতিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে চলেছে।
এরই ধারাবাহিকতায় বিসিআরএ এই বিজয়ের মাসে সাংস্কৃতিক অঙ্গনের গুণী মানুষদের মূল্যায়ণের জন্য এক অনন্য উদ্যোগ নিয়েছে। বরাবরের মতো বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এসব গুণীজনকে সম্মাননা জানানোই অনুষ্ঠানের মূল লক্ষ্য।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত