আজকে ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৮ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ০০:৩৬

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৫৬ ভর্তি হয়েছেন। বুধবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২৫৬ জন। এর মধ্যে ঢাকাতেই ২১২ জন এবং ঢাকার বাইরের সারাদেশে রয়েছেন ৪৪ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ২৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ৮৮ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১৫৪ জন রোগী ভর্তি রয়েছেন।

এ বছর ১ জানুয়ারি থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১২ হাজার ৬৯০ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৩৯৫ জন। এযাবৎ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৫৩ জনের মৃত্যুর হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত