আজকে ডেঙ্গু জ্বরে তিনজনের প্রাণহানি
প্রকাশ: ৪ অক্টোবর ২০২১, ১৮:১৯ | আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৫:৫২
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১৯২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে মৃত্যু হয়েছে ৩ জনের।
সোমবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১৯২ জন। এরমধ্যে ঢাকাতে ১৬২ জন এবং ঢাকার বাইরের সারাদেশে ভর্তি হয়েছেন ৩০ জন।
এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ৯২২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে ৭৪৩ জন এবং অন্যান্য বিভাগে সর্বমোট ভর্তি রয়েছেন ১৭৯ জন।
এ বছর ১ জানুয়ারি থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৮ হাজার ৯৩৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ১৭ হাজার ৯৪৩ জন। এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭১ জনের।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত