আজও মৃত্যু নেই, শনাক্ত ০.৬৪ শতাংশ

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২২, ১৬:২৮ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৩

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। একই সময়ে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৪ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫২ হাজার ২২৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১২৪ জন।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগের ২৪ ঘণ্টায়ও করোনায় কেউ মারা যাননি এবং শনাক্তের হার ছিল ০ দশমিক ৫২ শতাংশ। করোনা শনাক্ত হয়েছিল ৩৫ জনের।

সবশেষ গত সোমবার করোনা আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছিল এবং ৪ এপ্রিল ২ জনের মৃত্যু হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ২৭ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ২০ জন, চট্টগ্রাম বিভাগের ৫ জন ও সিলেট বিভাগের ২ জন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত