আজও বইছে দেশজুড়ে তাপপ্রবাহ, দু'এক জায়গায় বৃষ্টির আভাস
প্রকাশ: ১৭ মে ২০২৪, ০৯:৪৫ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০০:৩০
ঢাকাসহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে আজ মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে তাপপ্রবাহের মধ্যেই ৬ বিভিগের দু'এক জায়গায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস এমনটাই বলছে। আজ ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়ার বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আজ সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত