আজও গ্যাসের চাপ কম থাকবে নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জসহ আশেপাশের এলাকায়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২১, ০৯:৩৩ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৮:২৯

নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ আশেপাশের এলাকায় আজ রবিবরা (১১ এপ্রিল) রাত ১০টা পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে। শনিবারও একই অবস্থা ছিল। তিতাস গ্যাসের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়,  গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএ) শনিবার থেকে আজ রবিবার রাত ১০টা পর্যন্ত বাগরাবাদ সিদ্ধিরগঞ্জ গ্যাস লাইনে পিগিং কার্যক্রম করবে। এজন্য নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, সোনারগাঁও, গজারিয়া, মেঘনাঘাট এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। 

প্রসঙ্গত,  এর আগে গত ৬ এপ্রিল সকাল ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ-গোদনাইল আরএমএস এবং গোদনাইল টিবিএস এ কয়েকটি ভালভে লিকেজ পায় তিতাস। তাই জরুরি ভিত্তিতে ভালভ প্রতিস্থাপনের জন্য  নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। কোনও রকম পূর্ব নোটিশ ছাড়া হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিপদে পড়েন ওই এলাকার লোকজন ও শিল্প কারখানা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত