আচার্য জগদীশচন্দ্র বসুর ১৬৪তম জন্মজয়ন্তী

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ১ ডিসেম্বর ২০২১, ১০:১৪ |  আপডেট  : ১২ ডিসেম্বর ২০২৪, ১৪:১৯

মুজিব রহমান
-------------------

স্যার জগদীশচন্দ্র বসুর ১৬৪ তম জন্মজয়ন্তী উপলক্ষে রাঢ়ীখালস্থ স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজের অবলা বসু মিলনায়তনে আজ "ক্ষুদ্র তরঙ্গ এবং গাছেরও প্রাণ আছে" শীর্ষক বিজ্ঞান সেমিনার অনুষ্ঠিত হয় সকাল দশটায়৷ উদ্বোধক ছিলেন সম্মানিত পরমাণু বিজ্ঞানী ড. মো. নজরুল ইসলাম খাঁন- চিফ সায়েন্টিফিক অফিসার, বাংলাদেশ এটোমিক এনার্জি কমিশন, প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. মো. মাহবুব সরফরাজ, অধ্যক্ষ, শ্রীনগর সরকারি কলেজ, মুন্সিগঞ্জ, বিশেষ অতিথি ছিলেন সফিক ইসলাম,সহযোগী অধ্যাপক, লেখক ও বিজ্ঞান আন্দোলন কর্মী৷ 
 
শুভেচ্ছা বক্তব্য রাখেন ড. কুদরত-ই-হুদা, সাইদুজ্জামান খান, সুমন্ত রায়, বেলায়েত হোসেন, মণিন্দ্রনাথ বালা প্রমুখ৷ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী আবুল খায়ের৷ সেমিনারে অনেক গুণীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩৮ জন শিক্ষার্থীকে রচনা প্রতিযোগীতা ও মেধা অন্বেষণ প্রতিযোগিতায় পুরস্কৃত করা হয়৷ সেই সাথে প্রধান অতিথি, উদ্বোধক, বিশেষ অতিথি, সভাপতি ও সঞ্চালককে ক্রেস্ট প্রদান করা হয়৷ সেমিনার সঞ্চালনা করেন মুক্তচিন্তার লেখক কবি মুজিব রহমান৷ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ আজিজ ৷

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত