আগুন নেভানোর প্রশিক্ষণ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: ২ এপ্রিল ২০২১, ১৬:১১ | আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ২৩:১০
বাসায় কিংবা অফিসে দুর্ঘটনাবসত যেকোনও সময় আগুন লাগতে পারে। তাই আগুন নেভানোর জন্য সবারই প্রাথমিক জ্ঞান থাকা দরকার বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার এবং গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে পড়ার বিষয়ে সচেতনতার পাশাপাশি প্রাথমিকভাবে আগুন নেভানোর জন্য অগ্নিনির্বাপণ যন্ত্র সম্পর্কে জ্ঞান থাকা দরকার।’
শুক্রবার (২ এপ্রিল) সকালে রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবনে ফায়ার সার্ভিসের মহড়ায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি নিজে অগ্নিনির্বাপণ ব্যবস্থা সম্পর্কে প্রশিক্ষণ নিলাম। জনসাধারণও অগ্নিনির্বাপণ সম্পর্কে সচেতন হতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রশিক্ষণ নিতে পারেন।’
ধানমন্ডি সরকারি বাসভবনে ২ ঘণ্টাব্যাপী চলা মহড়ায় বহনযোগ্য অগ্নিনির্বাপণ যন্ত্রের বাস্তব ব্যবহার, এলপি গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে নেভানোর পদ্ধতি, হাতে-কলমে আগুণ নেভানোর বিভিন্ন পদ্ধতিসহ ফায়ার সচেতনতা প্রশিক্ষণ দেওয়া হয়।
মহড়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্যরা এবং বাসভবনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
ফায়ার সার্ভিসের ঢাকা অঞ্চলের সহকারী পরিচালকের নেতৃত্বে ২৫ সদস্যের টিম মহড়া পরিচালনা করে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত