আগুন আতঙ্কে ঐকমত্য কমিশন থেকে বের হয়ে গেলেন রাজনীতিবিদরা
গ্রামনগর বার্তা রিপোর্ট
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ১৩:২২ | আপডেট : ৮ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬
আগুন আতঙ্কে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বের হয়ে গেছেন রাজনীতিবিদরা। সোমবার (২৮) জুলাই দুপুর ১২টা ২০ মিনিটে ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে ফায়ার সতর্কতার কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ সবাইকে বের হওয়ার জন্য বলেন। তখন সবাই হুড়োহুড়ি করে বের হয়ে নিচে অবস্থান করেন।
ধারণা করা হচ্ছে, ভবনের কোনও অংশে কেউ সিগারেট বা আগুনের কোনও কিছু ফেলে থাকতে পারেন।
সিপিবি সভাপতি রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘কী হয়েছে, সেটা নিশ্চয়ই কর্তৃপক্ষ খতিয়ে দেখবেন।’
তবে কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত