আগামী বছরের জুনে মাওয়া-ভাঙ্গা রেল চালুর আশা করছি: মাওয়া পরিদর্শনে রেলমন্ত্রী
প্রকাশ: ৪ মে ২০২১, ১৪:২৭ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৯
আগামী বছরের জুনে যখন পদ্মা সেতু জনগণের জন্যে উন্মুক্ত করা হবে, তখন মাওয়া-ভাঙ্গা সেকশনের রেল চালু করার বিষয়ে আশা ব্যক্ত করেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ মঙ্গলবার মাওয়া পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।
গত ৩ মে মাওয়ায় পদ্মা সেতুর মূল অংশের সঙ্গে রেলপথের সংযোগ হয়েছে। এপ্রিল পর্যন্ত মাওয়া-ভাঙ্গা সেকশনের ৬৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আর পুরো রেল প্রকল্পের সাড়ে ৪১ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত