আগামীকাল থেকে সান্তাহার বেণীমাধব আশ্রমে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

  মোঃ হেদায়েতুল ইসলাম (উজ্জল)

প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৪, ১৭:৩৭ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬

আজ ১০ জানুয়ারী বুধবার শুভ অধিবাসের মধ্য দিয়ে দেশ মাতৃকার শুভ কল্যাণ ও বিশ্ব শান্তিকল্পে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার কলসা রথবাড়ী শ্রী শ্রী বেণীমাধব আশ্রমে ১০২তম তিরোধাম উপলক্ষে ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী রাধাগোবিন্দের লীলারস কীর্তন শুরু হবে। বুধবার সন্ধ্যায় শ্রীমদ্ধ ভগবত গীতা পাঠ গঁঙ্গা আবাহন, মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস অনুষ্ঠিত হবে। 

১১ ও ১২ জানুয়ারী শ্রী শ্রী রাধাগোবিন্দের লীলারস কীর্তন এবং ১৩ জানুয়ারী শনিবার কুঞ্জভঙ্গ অন্তে মধ্যাহ্নে শ্রী শ্রীমন্মাহাপ্রভূর ভোগ আরতী, ভোগ দর্শন ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। হরিনাম যজ্ঞ অনুষ্ঠানে কীর্তন পরিবেশন করবেন কলকাতা ভারতের মিতালী সরকার, ভারত নবদ্বীপের মৌসুমী চ্যাটার্জী, গাইবান্ধা সাঘাটার সুমীর কৃষ্ণদাস, বগুড়ার সুবল বসাক। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা বলেন, ১৬ প্রহর ব্যাপী হরিনাম যজ্ঞের সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে। সকল ভক্তবৃন্দদের যজ্ঞাঅনুষ্ঠানে পদচারনার জন্য আমন্ত্রণ জানান।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত