আগস্টের বন্যায় মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ক্ষতি ২,৩২৭ কোটি টাকা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ১১:৩২ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৩১

আগস্টে বন্যার কারণে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২,৩২৭ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। 

তিনি বলেন, আগস্ট মাসে ব্যাপক বন্যায় সারাদেশে কৃষি এবং মৎস্য ও গবাদি পশুর ব্যাপক ক্ষতি হয়েছে। মৎস্য খাতে ক্ষতি হয়েছে ১ হাজার ৮৯৯ কোটি টাকা এবং প্রাণিসম্পদ খাতে ক্ষতি ৪২৮ কোটি টাকা।

বুধবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বর্তমান অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের সাফল্য তুলে ধরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ভয়াবহ বন্যায় সারাদেশে মৎস্য খাতে ১৩টি জেলার ৮৮টি উপজেলায় ১ লাখ ৯৭ হাজার ১৬৬টি পুকুর ও হ্যাচারির ক্ষতি হয়েছে। এতে ১ লাখ ৭ হাজার ৫১৭ টন মাছ ও চিংড়ি পোনা নষ্ট হয়েছে ৪৪ কোটি। 

অন্যদিকে প্রাণিসম্পদ খাতে ক্ষতির পরিমাণ টাকার অংকে ৪২৮ কোটি টাকা। এরমধ্যে ২ লাখ ৬০ হাজার গরু, ৮ হাজার মহিষ, ৯৩ হাজার ছাগল, ১০ হাজার ভেড়া, ৩৪ লাখ ২১ হাজার মুরগি, ৪ লাখ ৬০ হাজার হাঁস বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩৯ হাজার গরু, ১৬ হাজার ছাগল, ২১ লাখ মুরগি, ২ লাখ হাঁস মারা গেছে। বন্যায় ৭ লাখ ৮২ হাজার কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। 

তিনি বলেন, বন্যা উপদ্রুত এলাকায় জরুরি ভিত্তিতে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে ২২০ টন দানাদার পশুখাদ্য, ৭৫ টন খড় ও ৩৫৭ টন সাইলেজ ও ৬০ হাজার উন্নত জাতের ঘাসের কাটিং বিতরণ করা হয়েছে।

 

সা/ই 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত