আগষ্ট গাঁথা

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ১০:২২ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৫

শাহাব আহমেদ
-----------------------

কিছু মৃতদেহ আছে এত বড় যে,  কবরে ঢোকানো যায় না, 
গোর খোদকেরা কবর খুঁড়তে খুঁড়তে মরে যায়, 
অথচ যার জন্য কবর সে বিশাল ঘাসফুল বিস্তীর্ণ বুক নিয়ে শুয়ে থাকে, দেখে সূর্যোদয় ও সূর্যাস্ত।

ওরা বলে "লাশ কই?"
সর্ষের খেতে ফুলেরা বাতাসে ‘না’ ‘না’ মাথা নাড়ে ,
"ভুল প্রশ্ন, লাশ নেই ।"

 বাংলাদেশ বেঁচে আছে ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত