আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো বিশ্ব ইজতেমা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ১৩:৫৭ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪০

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীপাড়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হয়েছে। দুপুর ১২টা ১৬ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়ে শেষ হয় ১২টা ৪৫ মিনিটে।

মোনাজাতে ক্ষমা, আত্মশুদ্ধি, আল্লাহর রহমত ও সন্তুষ্টি কামনা করেন মুসল্লিরা।

বিজ্ঞাপন

৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত পরিচালনা করেন ইজতেমার শীর্ষ মুরুব্বি দিল্লির হজরত মাওলানা মোহাম্মদ সাদ কান্দলাভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী।

এর মধ্য দিয়ে শেষ হলো ২০২৩ সালের বিশ্ব ইজতেমা। দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লির আল্লাহু আকবর ধ্বনিতে মুখর হয়ে ওঠে টঙ্গীর তুরাগপাড়ের বিশ্ব ইজতেমা ময়দান।

আখেরি মোনাজাতে অংশ নিতে ফজরের ওয়াক্ত থেকেই টঙ্গী ও ঢাকার আশপাশের এলাকা থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মুসল্লিদের স্রোত বাড়তে থাকে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত