আকরাম খানের শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে ভর্তি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২১, ২১:০৫ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:৩৭

কয়েক দিন আগেই নিশ্চিত হয়েছিলেন করোনায় আক্রান্ত হয়েছেন আকরাম খান। এবার তাকে যেতে হলো হাসপাতালেও। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। 

এ প্রসঙ্গে আকরাম খানের সহধর্মিণী সাবিনা আকরাম গণমাধ্যমকে বলেন, ‘করোনা পজিটিভ হওয়ার পর আকরামের বাসায় চিকিৎসা চলছিল। কিন্তু কয়েকদিন ধরে কাশির পরিমাণ একটু বেড়ে গিয়েছিল। আরও কিছু পরীক্ষা করানোর পর চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।’

তিনি আরও যোগ করেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন, তার ফুসফুসের ৩০ শতাংশ সংক্রমিত হয়েছে। তবে শরীরে অক্সিজেনের মাত্রা বেশ ভালো পর্যায়ে আছে।’

এর আগে গত ১০ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর ঢাকা পোস্টকে জানিয়ে আকরাম বলেছিলেন, ‘গতকাল (৯ এপ্রিল) পরীক্ষা করিয়েছিলাম। রাতেই রেজাল্ট পেয়েছি, পজিটিভ এসেছে। এখন বাসায় আইসোলেশনে আছি। শারীরিকভাবে সুস্থ আছি। দোয়া করবেন আমার জন্য।’

শারীরিক অসুস্থতার কারণে আজ (১৫ এপ্রিল) রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সেখানে ডাক্তার মহিউদ্দিনের তত্ত্বাবধায়নে আছেন আকরাম। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে সাবিনা আকরাম দোয়া চেয়েছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত