আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৪ |  আপডেট  : ১৩ মার্চ ২০২৫, ০৩:২৯

সারা দেশব্যাপী আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রাম পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নন্দীগ্রামস্থ দলীয় কার্যালয় হতে ওই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার পর দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়। 

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, পৌর যুব দলের আহ্বায়ক গোলাম রাব্বানী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, পৌর ছাত্র দলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নূরনবীসহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দ। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত