আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের যৌথসভা বৃহস্পতিবার
প্রকাশ: ৬ অক্টোবর ২০২১, ২০:২১ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৭
নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এক যৌথসভা আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় গণভবনে অনুষ্ঠিত হবে। দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত