আওয়ামীলীগ ধর্মীয় গোড়ামীতে বিশ্বাস করে না: নাছিম

  মাদারীপুর প্রতিনিধি:

প্রকাশ: ৮ অক্টোবর ২০২১, ২০:১০ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ১৪:৫৭

আওয়ামীলীগ ধর্মীয় গোড়ামীতে বিশ্বাস করে না। কোন ধর্মকে ছোট করে উসকানী দেয়ার কাজও আওয়ামীলীগের প্রকৃত নেতা-কর্মী করতে পারে না। এমনটাই দাবী করেছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটির যুগ্মা সাধারণ সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম। তিনি শুক্রবার দুপুরে মাদারীপুর শহরে ‘মহিউদ্দিন আহমেদ আয়ান মডেল মাদ্রাসা ও শিশু সদনে’ তার রত্নগর্ভা মা আলহাজ্ব নূরজাহান বেগমের প্রথম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিলে নেতা-কর্মীদের উদ্দেশ্য একথা বলেন।

আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘যারা ধর্মীয় উসকানী দিয়ে ফায়দা লুটতে চায়, তারা আওয়ামীলীগার হতে পারে না। আওয়ামীলীগ একটি আর্দশের প্রতীক। যারা আওয়ামীলীগ করবে, তারা এলাকার সৎ ব্যক্তি হিসেবে পরিচিত থাকবে। আর যাদের নৈতিক চরিত্র ভালো না, তারা দয়া করে আওয়ামীলীগকে কলুষিত করবেন না।’ তিনি এসময় তার মৃত বাবা-মায়ের জন্যে সবার কাছে দোয়া কামনা করেন। এসময় তার অন্য ভাইয়েরা উপস্থিত ছিলেন।

এছাড়া শুক্রবার দিনব্যাপী মাদারীপুর পৌর শহরের প্রতিটি এতিমখানা ও মাদ্রাসায় কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া মাদারীপুর জেলা আওয়ামীলীগ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়ার আয়োজন করেন। মহিউদ্দিন আহমেদ আয়ান মডেল মাদ্রাসা ও শিশু সদনে দুপুরে কোরআন খতম করে শিশুদের মাঝে খাবার পরিবেশন করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজাদুর রহমান মুন্সি, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, শ্রম বিষয়ক সম্পাদক খন্দকার খায়রুল হাসান নিটুল, দপ্তর সম্পাদক গোলাম মাওলা আকন্দ, জেলা যুবলীগের সভাপতি আতাহার সর্দার, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক, সাধারণ সম্পাদক বায়েজিত হাওলাদার প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত