আইসোলেশনে থাকা শাশুড়ি পুত্রবধূকে জড়িয়ে ধরে বললেন, তোমারও করোনা হোক!

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৪ জুন ২০২১, ০৯:৩৫ |  আপডেট  : ৯ ডিসেম্বর ২০২৪, ১০:৩০

করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে দিনরাত কাটছে শাশুড়ির। তার ঘরের আশেপাশেও ছেলে-বউ, নাতি- নাতনী কেউ যাচ্ছে না। ঘরের বাইরে খাবার রেখে দিলে চুপচাপ তা-ই খেয়ে নিচ্ছিলেন তিনি। কিন্তু একা একা শুয়ে বসে কতো আর সময় কাটে! বিধি নিষেধ ভেঙেচুরে হঠাৎই তিনি বের হয়ে আসলেন নিজ ঘর থেকে, সোজা গিয়ে দাঁড়ালেন তার পুত্রবধূর সামনে। বললেন, তোমরা কি আমাকে ছাড়াই বেঁচে থাকতে চাও? এই বলেই জাপটে ধরলেন পুত্রবধূকে।

ঘটনাটি ঘটেছে ভারতের তেলঙ্গানার রজান্যা জেলার থিমাপুর গ্রামে। এমন ঘটনায় অবাক গ্রামের অনেকেই। ২০ বছর বয়সী সেই পুত্রবধূ জানিয়েছেন, আইসোলেশনের সময়টায় শাশুড়ির কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলছিলেন পরিবারের সবাই। এই ব্যাপারটি মোটেও ভালোভাবে নেননি শাশুড়ি। পুত্রবধূকে জড়িয়ে ধরে তিনি গাঢ় স্বরে বলেন, তোমারও করোনা হোক।

এরপর থেকেই শাশুড়িকে পাঠিয়ে দেয়া হয়েছে অন্যত্র। কিন্তু এর মধ্যে সর্বনাশ যা হবার তা হয়ে গেছে। পরীক্ষা করে দেখা গেছে, এবার পুত্রবধূরও হয়েছেন করোনা পজেটিভ।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত