আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেল ইসলামী ব্যাংক
প্রকাশ: ২ জানুয়ারি ২০২২, ১২:৫৮ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৯
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) প্রদত্ত বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০২০-এ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড লাভ করেছে। ৩০ ডিসেম্বর ঢাকার হোটেল লা মেরিডিয়ানে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার কাছে এ পুরস্কার হস্তান্তর করেন।
ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও কোম্পানি সেক্রেটারি জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এ·চেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ, সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টস (সাফা)-র সভাপতি এ কে এম দেলোয়ার হোসেন, এফসিএমএ, আইসিএমএবি-এর সভাপতি আবু বকর সিদ্দিক, এফসিএমএ এবং আইসিএমএবি কর্পোরেট অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ, এফসিএমএসহ বিভিন্ন ব্যাংক, আর্থিক ও কর্পোরেট প্রতিষ্ঠানের পরিচালক, প্রধান নির্বাহী ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত