আইরিশদের ধবলধোলাই করলো টাইগ্রেসরা

  স্পোর্টস ডেস্ক:

প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৬ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৯:০৬

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের প্রথম দুই ম্যাচ আধিপত্য করেই জিতেছে স্বাগতিকরা। এরপর আজ মাঠে নেমেছিল ধবলধোলাই করার লক্ষ্যে, সে লক্ষ্যে মাঠে নেমে জয় নিয়েই মাঠ ছেড়ে নিগার সুলতানা জ্যতির দল। সফরকারীদের দেয়া ১৮৬ রানের ললক্ষ্যে ব্যাট করতে নেমে লাল-সবুজের দল ম্যাচটি জিতে নিয়েছে ৭ উইকেটে। 

আইরিশদের দেয়া ১৮৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৯ রানেই আউট হন ওপেনার মুর্শিদা খাতুন। তবে শুরুতেই এক উইকেট হারালেও দলের হাল ধরেছিলেন আরেক ওপেনার ফারজানা হক। শারমিন আখতারকে সঙ্গে নিয়ে তিনি গড়েছিলেন ১৪৩ রানের জুটি। এ জুটিতেই জয়ের পথ সুগম হয় বাঘিনীদের। 

এরপর ব্যক্তিগত ৭২ রানে শারমিন ও পরে ৬২ রানে ফারজানা আউট হলেও অধিনায়ক জ্যোতির ১৮ রানের ইনিংসের সুবাদে ৭ উইকেটে জয় পায় বাংলাদেশ।

এর আগে টসে জিতে আগে ব্যাটিং করে আজও টাইগ্রেস বোলারদের বিপক্ষে সুবিধা করে ওঠতে পারেনি আয়ারল্যান্ড। দলীয় ৯ রানেই প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে সফরকারীরা। 

আইরিশদের হয়ে আজ দুর্দান্ত ব্যাট করেছেন গ্যাবি লুইস। অধিনায়ক লুইস আজ পেয়েছেন ফিফটির দেখা। ৭৯ বলে ৫২ রান করে আউট হয়েছেন তিনি। 

দলীয় ৯৭ রানে ফাহিমা খাতুনের বলে লুইস আউট হওয়ার পর আর কেউই দলের হাল ধরতে পারেননি। ফলে শেষ পর্যন্ত ১৮৫ রানেই অল আউট হয় আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ টি করে উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত