আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, গুলিতে একজন নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৭ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৩:২৪

সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে কাউসার হোসেন খান (২৭) নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২০ জন। গুলিবিদ্ধ দুই জন ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অপারেশন ইনচার্জ নাসির ওই পোশাক শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত কাউসার হোসেন খান ম‍্যাংগো টেক্সট লিমিটেড নামের কারখানায় কাজ করতেন। গুলিবিদ্ধ দুই জন হলেন নয়ন ও রাসেল।

জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ও ডিওএইচএস পয়েন্টে সড়ক অবরোধ করেন কয়েক শতাধিক পোশাকশ্রমিক। সেখানেই এই সংঘর্ষের ঘটনা ঘটে।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত