অস্ত্রোপচারের পর শঙ্কামুক্ত ফুটবল কিংবদন্তি পেলে
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২১, ১২:১২ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০২:৩৩
ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলের অস্ত্রোপচার হয়েছে। বৃহদান্ত্রে একটি টিউমার অপসারণের জন্য গত ছয় দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি আছেন। গত শনিবার অপারেশন করে টিউমার অপসারন করা হয়েছে। তবে টিউমারটি ক্ষতিকর ছিল কী না জানাননি তিনবারের বিশ্বকাপজয়ী। এ খবর গার্ডিয়ানের।
৮০ বছর বয়সী পেলে সোমবার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্রোপচারের বিষয়টি জানান।
ফুটবল কিংবদন্তী পেলে জানিয়েছেন, ‘আমার বৃহদান্ত্রে টিউমার অপসারণের জন্য গত শনিবার অস্ত্রোপচার করানো হয়। গত সপ্তাহে পরীক্ষা করানোর পর টিউমারটি ধরা পড়েছিল।’ পেলে আরও জানান, ‘তিনি সুস্থ হয়ে উঠছেন। এখন ভালো বোধ করছেন।’
শারীরিক কিছু সমস্যা দেখা দেওয়ার পর নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে যান পেলে। সেখানে পেলের কয়েকটি পরীক্ষা করা হয়।
এক বিবৃতিতে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল জানিয়েছে, ‘তারা পেলেকে ইনটেনসিভ কেয়ারে রেখেছেন। মঙ্গলবার তাকে কেবিনে নেওয়ার সম্ভাবনা আছে। অপসারণ করা টিউমারটি পরীক্ষাগারে পাঠানো হয়েছে।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত