অস্ট্রেলিয়া সিরিজে এবার ব্যাটিং কোচকে পাচ্ছেন না টাইগাররা
প্রকাশ: ২৮ জুলাই ২০২১, ১৬:৪০ | আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ২০:০৭
জন লুইসের স্থলাভিষিক্ত হিসেবে অ্যাশওয়েল প্রিন্সকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট ব্যাটিং পরামর্শক হিসেবে নিযুক্ত করা হয়। শুধু একটি সিরিজের জন্য তাকে নিয়োগ দেয়া হলেও জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের চোখে পড়ার মতো সফলতা এবং তামিমদের সঙ্গে নিজেকে খাপ খাঁইয়ে নেয়ার কারণে প্রিন্সের সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্তও নেয়া হয়েছে। কিন্তু এরপরও আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ তাকে পাচ্ছেন না টাইগাররা।
জিম্বাবুয়ে থেকে বাংলাদেশে না এসে আপাতত নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় যাবেন প্রিন্স। বাংলাদেশ ক্রিকেটের নির্বাচক প্যানেলের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। নামপ্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি বলেন, ‘আমি শুনেছি প্রিন্স এখনই বাংলাদেশে আসছেন না। জিম্বাবুয়ে থেকে দক্ষিণ আফ্রিকায় যাবেন তিনি। অস্ট্রেলিয়া সিরিজে থাকছেন না।’
উল্লেখ্য, ক্রিকেটার হিসেবে প্রিন্সের আন্তর্জাতিক ক্যারিয়ার ততটা সাফল্যমণ্ডিত নয়। তিন ফরম্যাট মিলে দক্ষিণ আফ্রিকার হয়ে ১১৯ ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ১১ সেঞ্চুরিতে করেছেন সাড়ে ৪ হাজারের বেশি রান। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে তার নামের পাশে রয়েছে প্রায় ১৯ হাজার রান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত