অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ এড়াতে পারল না বাংলাদেশের মেয়েরা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৪, ১৪:৩০ |  আপডেট  : ১৩ ডিসেম্বর ২০২৪, ২০:৫৮

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচও জিততে পারল না বাংলাদেশ নারী দল। বুধবার মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হারল নিগার সুলতানা জ্যোতির দল। এতে ৩-০ ব্যবধানে হেরে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশের মেয়েরা।

টাইগ্রেসদের দেওয়া ৮৯ রানের জবাবে খেলতে নেমে সহজেই জয় পায় অস্ট্রেলিয়া। ১৮.৩ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দলটি।

৪৩ রানে প্রথম উইকেট পড়ার পর ৫৪ রানে দ্বিতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর আর উইকেট ফেলতে পারেনি বাংলাদেশের মেয়েরা। দলটির হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন অধিনায়ক হিলি। এ ছাড়া এলিসা পেরি ২৭ রান ও বেথ মুনি ২১ রানে অপরাজিত থাকেন।

এর আগে, টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অজি অধিনায়ক হিলি। তবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের মেয়েদের। দ্বিতীয় ওভারেই দলীয় এক রানে আউট হন সুমাইয়া আক্তার (০)। আরেক ওপেনার ফারজানা হকও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৪ বল খেলে ৫ রানে ফেরেন তিনি।

এরপর যাওয়া-আসার মিছিলে যোগ দেয় বাংলাদেশের ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ ১৬ রান করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এ ছাড়া মারুফা আক্তার করেন ১৫ রান।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট সংগ্রহ করেছেন কিম গেইথ এবং আশলে কার্ডলে। এ ছাড়া এলিসা পেরি নেন দুই উইকেট।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত