অস্কার মনোনয়নে গুজরাটি সিনেমা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২, ১২:৫৯ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৩

গেলো সেপ্টেম্বরেই অস্কারের ‘বিদেশি ভাষার চলচ্চিত্র’ বিভাগের জন্য সিনেমা পাঠিয়েছে ভারত। এবার গুজরাটি সিনেমা ‘চেলো শো’ ভারতের হয়ে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মঞ্চে লড়বে। তবে এর বাইরেও নিজ উদ্যোগে একাধিক সিনেমা জমা দেওয়া হয় সিনে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ পুরস্কারে।

আগেই জানা গেছে, এস এস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ সিনেমাটি অস্কার কমিটির কাছে বিবেচনার জন্য পাঠানো হয়েছে। এবার জানা গেলো, আরও একটি ছবি এই দৌড়ে সামিল হয়েছে। সেটির নাম ‘কানতারা’।

২০২২ সালে ভারতের অন্যতম আলোচিত সিনেমা এটি। ঋষভ শেঠি নির্মিত ও অভিনীত কন্নড় সিনেমাটি বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি প্রশংসাও কুড়িয়েছে বেশ। অস্কারের ‘ফর ইউর কনসিডারেশন’ ক্যাটাগরিতে ছবিটি পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন এর প্রযোজনা প্রতিষ্ঠান হোমবেল ফিল্মসের কর্ণধার বিজয় কিরাগান্দুর।

তিনি বলেন, “কানতারা’র জন্য অস্কার কমিটির কাছে আমরা আবেদন করেছি। যেহেতু এখনও চূড়ান্ত মনোনয়ন আসেনি, তাই বিষয়টি নিয়ে বেশি কিছু বলা যাচ্ছে না। তবে আমরা আশা করছি, ছবিটি বিশ্বব্যাপী আলাদা জায়গা করে নিতে পারবে; কেননা এটি একেবারে শেকড়ের গল্প।”

উল্লেখ্য, ‘কানতারা’ নির্মিত হয়েছে মাত্র ১৬ কোটি রুপি বাজেটে। গত ৩০ সেপ্টেম্বর এটি মুক্তি পায় এবং বক্স অফিসে অবিশ্বাস্য সাফল্য অর্জন করে। বিশ্বব্যাপী ছবিটির আয় ছাড়িয়েছে ৪০০ কোটি রুপি। এটি মূলত কন্নড় ভাষার সিনেমা। তবে ডাবিং করে তামিল, তেলেগু, হিন্দি, মালায়লাম এবং ইংরেজিতেও মুক্তি দেওয়া হয়েছে।

সিনেমাটি পরিচালনার পাশাপাশি এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঋষভ শেঠি। তার সঙ্গে আরও আছেন সপ্তমী গৌড়া, আচ্যুত কুমার, কিশোর প্রমুখ।

প্রসঙ্গত, আগামী বছরের ১২ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডবলি থিয়েটারে বসবে অস্কারের ৯৫তম আসরের জমকালো আয়োজন। সেখানেই বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে স্বর্ণমূর্তি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত