স্ত্রীকে নিয়ে ঠাট্টা

অস্কারের মঞ্চেই কমেডিয়ানের গালে চড় স্মিথের (ভিডিও)

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২২, ১৫:৩১ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৪, ০৩:০৫

অস্কারের মঞ্চে অভিনেতা উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেট স্মিথকে নিয়ে মজা করেছিলেন কমেডিয়ান ক্রিস রক। সঙ্গে সঙ্গে মঞ্চে উঠে ক্রিসকে চড় কষিয়েছেন স্মিথ। পরে দর্শকসারিতে নিজের আসনে গিয়ে স্মিথ চিৎকার করে বলেন, ‘আমার স্ত্রীর নাম মুখে নেবে না।’ ওই ঘটনার সঙ্গে সঙ্গে অস্কারের অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। অপ্রত্যাশিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন ক্রিস রক।   

উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেট স্মিথের চুলের স্টাইল নিয়ে মজা করেছিলেন ক্রিস। তাকে চড় দেওয়ার জন্য পরে ক্ষমাও চেয়েছেন উইল স্মিথ।

এ বছর ‘কিং রিচার্ড’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন উইল স্মিথ। ছবিতে টেনিস কিংবদন্তি ভেনাস ও সেরেনা উইলিয়ামের বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি। সেরা অভিনেতার পুরস্কার নিতে গিয়ে অস্কারের মঞ্চে উইল স্মিথ বলেন, ‌‘আমি অ্যাকাডেমির কাছে ক্ষমা চাইছি।’

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত