অস্কারপ্রাপ্ত কোরীয় সিনেমা ‘প্যারাসাইট’–এর অভিনেতা লি সানের লাশ উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩, ১১:১৪ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ১০:০৪

অস্কারপ্রাপ্ত কোরীয় সিনেমা ‘প্যারাসাইট’–এর অভিনেতা লি সান কিয়োনকে (৪৮) মৃত অবস্থায় পাওয়া গেছে।দক্ষিণ কোরিয়ার পুলিশের বরাত দিয়ে বুধবার (২৭ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

জানাযায়, রাজধানী সিউলের একটি পার্কে গাড়িতে লি সানের লাশ উদ্ধার করা হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লি সান আত্মহত্যা করেছেন কিনা তা স্পষ্ট নয়।

অস্কারজয়ী প্যারাসাইট ছবিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। যদিও গত অক্টোবর থেকে অবৈধ মাদক সেবনের অভিযোগে তদন্ত চলছিল লির বিরুদ্ধে। তিনি দাবি করেছিলেন, তাকে মাদক সেবনে প্ররোচিত করা হয়েছিল।

দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, অভিনেতার লাশ উদ্ধারের পর তার কাছ থেকে একটি নোট উদ্ধার করা হয়েছে। যা দেখে সেটিকে একটি সুইসাইড নোট বলেই মনে করা হচ্ছে।

১৯৭৫ সালে জন্মগ্রহণ করেন লি সান কিয়োন। তিনি প্যারাসাইট ছবিতে একজন ধনী বাবার চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়া তিনি দক্ষিণ কোরিয়ার আরও একাধিক ছবিতে কাজ করেছেন যেমন হেল্পলেস, অল অ্যাবাউট মাই ওয়াইফ, ইত্যাদি।

এছাড়াও তিনি কোরিয়ার প্রথম অরিজিন্যাল সিরিজ ডক্টর ব্রেনেও কাজ করেছেন। এটি ২০২১ সালে মুক্তি পেয়েছিল।

 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত