অসহযোগ আন্দোলনের পক্ষে নতুন কর্মসূচি ঘোষণা বিএনপির
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩, ১৬:৪১ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৬
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী দল বিএনপি।
কর্মসূচির মধ্যে রয়েছে বৃহস্পতি, শুক্র এবং শনিবার সরকার পতনের এক দফা দাবিতে সারাদেশে গণসংযোগ ও রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা অবরোধ।
বুধবার বিকালে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, অসহযোগ আন্দোলনের সমর্থনে, খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ কর্মসূচি পালিত হবে।
এরআগে আজ দুপুরে সরকারের পদত্যাগ দাবিতে সারাদেশে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় দলটি।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত