অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবে উপদেষ্টাদের নিয়ে ভার্চুয়াল সভা
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২১, ১৮:৩৯ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২১:১২
প্রবাসী সাংবাদিকদের পরিবার খ্যাত ‘অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব-আয়েবাপিসি’ অনলাইন মিটিং এ নব গঠিত কার্যকরী কমিটি, উপদেষ্টা পরিষদের সাথে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি হাবিবুর রহমান হেলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমনের পরিচালনায় মত বিনিময় করেন প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান, উপদেষ্টা হাবীব চৌধুরী, জহিরুল ইসলাম, ড. মুক্তার হোসেন, সৈয়দ কামরুল সারোয়ার ও প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুজ্জামান মনির।
এসময় সংগঠনকে গতিশীল এবং সমগ্র ইউরোপে কিভাবে এর কার্যক্রম বাড়ানো যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সাংবাদিক এবং প্রবাসী সহ বাংলাদেশের মর্যাদা বৃদ্ধিতে আয়েবাপিসি‘র বেশ কয়েকটি পদক্ষেপ নেয়া হয়, যা ইউরোপে বাংলাদেশীদের নতুন একটি অধ্যায়ের সূচনা হবে।
এসময় অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের বিভিন্ন সম্পাদক এবং কার্যকরী কমিটির সদস্যবৃন্দ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত