অলিম্পিক পুলে অ্যাডাম পিটির শ্রেষ্ঠত্ব অব্যাহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ১৭:০৭ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৫৬

১০০ মিটার ব্রেস্টস্ট্রোক সাঁতারে শ্রেষ্ঠত্য ধরে রাখলেন অ্যাডাম পিটি। গ্রেট বৃটেনকে এনে দিলেন আসরের প্রথম স্বর্ণ।

৫৭ দশমিক তিন সাত সেকেন্ড সময় নিয়েছেন পিটি। নেদারল্যান্ডসের আর্নো কামিনগা রৌপ্য ও ইতালির নিকোলো মার্তিনেগি জিতেছেন ব্রোঞ্জ। ২০১৬ সালে রিও অলিম্পিকেও এ ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন অ্যাডাম পিটি। ১০০ মিটার ব্রেস্টস্ট্রাকের বিশ্বরেকর্ডেরও মালিক তিনি।

নারীদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে স্বর্ণ জিতেছেন কানাডার মার্গারেট ম্যাকনেইল। ২১ বছর বয়সী এ সাঁতারুর প্রথম অলিম্পিক স্বর্ণ। তিনি সময় নেন ৫৫ দশমিক পাঁচ নয় সেকেন্ড। তারচেয়ে দশমিক ৫ সেকেন্ড বেশি সময় নিয়ে রৌপ্য জিতেছেন চীনের ঝ্যাং উফেই। অস্ট্রেলিয়ার এমা ম্যাককিওন পেয়েছেন ব্রোঞ্জ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত