অর্ধেক জনবলে চলছে অফিস
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২, ১০:৫১ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১০:০৭
ওমিক্রনসহ মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা অনুযায়ি অর্ধেক জনবলে চলছে প্রতিষ্ঠান। রবিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টা দিকে দেয়া প্রজ্ঞাপন মোতাবেক দাপ্তরিক কার্যক্রম ভার্চুয়ালি চালাতে প্রস্তুতি নিয়েছে অনেক প্রতিষ্ঠান। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ নির্দেশনা বহাল থাকবে।
প্রজ্ঞাপনে যারা অফিসে যাবেন না, এমন কর্মকর্তা-কর্মচারীদের নিজ কর্মস্থলেই অবস্থানের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে, এলাকা ত্যাগ করা যাবে না।
প্রজ্ঞাপনে বাংলাদেশ সুপ্রিম কোর্টকে আদলতসমূহের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক সব ব্যাংক ও বীমার ক্ষেত্র প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।
এর আগে শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি অর্ধেক লোকবল দিয়ে অফিস-আদালত পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে যে ১১ দফা বিধি-নিষেধ তা সবাইকেই মেনে চলতে হবে। আমরা আগেও বিধি-নিষেধ দিয়েছি, এগুলো কার্যকরের চেষ্টা চলছে। সংক্রমণ যাতে কমে সে জন্য এই সিদ্ধান্ত। পরিবার, দেশ ও নিজের সুরক্ষার জন্য আমাদের নিয়মগুলো মানতে হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত