অর্থনীতিতে নোবেল পেলেন ৩ অর্থনীতিবিদ

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১৬:১৬ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৫:২৫

এ বছর অর্থনীতিতে নোবেল পেলেন তিন অর্থনীতিবিদ- ড্যারন অ্যাকেমোগলু, সিমন জনসন এবং জেমস রবিনসন।

আজ সুডেনের রয়েল সুইডিশ একাডেমি ২০২৪ সালের নোবেল বিজয়ী হিসেবে এ তিন জনের নাম ঘোষণা করেছে। ‘যেভাবে প্রতিষ্ঠান গড়ে ওঠে এবং উন্নতি প্রভাব রাখে’ সংক্রান্ত গবেষণায় বিশেষ অবদানের জন্য তাদের নোবেল দেওয়া হয়েছে বলে জানিয়েছে সুইডিশ রয়েল একাডেমি।

১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল প্রদান করা শুরু হয়। সুইডিশ রয়েল একাডেমিই প্রদান করে আসছে এই পুরস্কার। সেই হিসেবে এবার ৬৬ তম নোবেল পুরস্কার পেলেন তারা।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত