অর্জুন কাপুরের জন্মদিন আজ, যাননি মালাইকা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৪, ১৭:৩০ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৪

বলিউড অভিনেতা অর্জুন কাপুরের জন্মদিন আজ বুধবার। গতকাল মঙ্গলবার রাত থেকেই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে তাই নিজ বাড়িতে জন্মদিনের পার্টির আয়োজন করেছিলেন অর্জুন। তাকে শুভকামনা জানাতে সে পার্টিতে অনেক তারকা হাজির হলেও যাননি মালাইকা অরোরা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অর্জুনের জন্মদিনের পার্টিতে বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, আদিত্য রায় কাপুর এবং মাহিপ কাপুর-সহ বেশ কয়েকজনকে দেখা গেলেও অর্জুনের কথিত প্রাক্তন মালাইকা অরোরা ছিলেননা। এমনকি, জানা যায় এখনও পযন্ত অর্জুনকে জন্মদিনের শুভেচ্ছাও জানাননি মালাইকা । 
 
এদিকে বেশ কিছুদিন ধরেই তাদের ব্রেকআপের গুঞ্জন চলছে এবং অর্জুনের জন্মদিনের পার্টিতে মালাইকার অনুপস্থিতি তা আরও বাড়িয়ে দিয়েছে।

মালাইকা অরোরা এবং অর্জুন কাপুর, যারা বহু বছর ধরে সম্পর্কে ছিলেন, তারা আলাদা হয়েছেন বলেই জানা গিয়েছে। সম্প্রতি পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়, তাদের ‘সম্পর্ক শেষ হয়ে’ গিয়েছে। এবং তারা ‘সম্মানজনকভাবে’ আলাদা হয়েছেন।যদিও এরপরের আরেকটি এক সাক্ষাৎকারে তাদের বিচ্ছেদের খবরকে গুঞ্জন বলেই উড়িয়েছিলেন মালাইকা। 

অর্জুনকে সর্বশেষ ভূমি পেডনেকারের পাশাপাশি দ্য লেডি কিলারে দেখা গিয়েছিল। অজয় দেবগন, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, টাইগার শ্রফ, কারিনা কাপুর অভিনীত ‘সিংঘম এগেইন’ সিনেমাতেও থাকছেন তিনি। খুব সম্ভবত এই সিনেমায় তাকে ভিলেনের রোলে দেখা যাবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত