'অযোধ্যার রাম মন্দির' উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৪, ১৪:২৯ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৪
আজ ২২ জানুয়ারি, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে উদ্বোধন হল 'অযোধ্যার রাম মন্দির'। সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে মন্দিরে পুজো-আচার। দুপুর ১২টা ৫ মিনিটে রামলালার মূর্তি নিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুরু হবে প্রাণ প্রতিষ্ঠার আচার। সোনার মুদ্রা দিয়ে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেছেন প্রধানমন্ত্রী নিজেই। গর্ভগৃহে উপস্থিত আছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্য়পাল আনন্দীবেন পটেল, আরএসএস প্রধান মোহন ভগবত ও রাম মন্দিরের প্রধান পুজারী। তার আগে প্রধানমন্ত্রীর বিমানের জানালা থেকে ধরা পড়ল অযোধ্যা নগরী। ভিডিয়োয় দেখা গিয়েছে, নীচে অযোধ্যার রাম মন্দির। সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। গোটা মন্দির চত্বর ঘিরে ফেলা হয়েছে গেরুয়া চাদরে। অবশেষে এসে গেল মাহেন্দ্রক্ষণ। অযোধ্যায় এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে দেশ-বিদেশ থেকে আসছেন হাজারো অতিথি। রাজনীতিবিদ থেকে অভিনেতা, খেলোয়াড়-সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানে।
রাম মন্দিরের উদ্বোধনে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মন্দির চত্বর। মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ ও নিরাপত্তা বাহিনী। থাকছে অ্যান্টি-ড্রোন সিস্টেমও।রাম মন্দিরের উদ্বোধনে মধ্যমণি যেমন রামলালা, তেমনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দিরের উদ্বোধনের আগে ১১ দিনের এক বিশেষ আচার পালন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১২ জানুয়ারি থেকে এই বিশেষ অনুষ্ঠান শুরু হয়েছিল এবং এই সময় প্রধানমন্ত্রী ‘যম নিয়ম’ মেনে চলেছেন। এই আচারের অংশ হিসেবে প্রধানমন্ত্রী মোদী বর্তমানে মাটিতে শুচ্ছেন এবং শুধু ডাবের জল খেয়ে আছেন। সেই সঙ্গে রামায়ণ বা রামের সঙ্গে জড়িত, এমন ভারতীয় মন্দিরগুলিতে সফর করছেন তিনি।দীর্ঘ অপেক্ষার অবসান।
রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন গোটা অম্বানী পরিবার। কিছুক্ষণ আগেই এসে পৌঁছেছেন আকাশ ও শ্লোকা অম্বানী। তারপরই আসেন রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ অম্বানী, নীতা অম্বানী, অনন্ত অম্বানী।
কিংবদন্তী ক্রিকেটার সচিন তেন্ডুলকরও এসে পৌঁছলেন রাম মন্দিরে।
অযোধ্যার রাম মন্দিরে এলেন সুপারস্টার রজনীকান্ত। রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রিত তিনি।
রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত হয়েছেন বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চন। সোমবার ভোরেই তিনি মুম্বই থেকে অযোধ্যার উদ্দেশে রওনা দেন।
রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ পেয়েছেন বলিউডের সেলিব্রেটিরা। রণবীর কাপুর-আলিয়া ভাট, ক্যাটরিনা কইফ-ভিকি কৌশল, মাধুরী দীক্ষিত, হেমা মালিনী সহ সমস্ত বলিউড সেলিব্রেটিরা একে একে পৌঁছতে শুরু করেছেন রাম মন্দিরে। রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ পেয়েছেন বলিউডের সেলিব্রেটিরা। রণবীর কাপুর-আলিয়া ভাট, ক্যাটরিনা কইফ-ভিকি কৌশল, মাধুরী দীক্ষিত, হেমা মালিনী সহ সমস্ত বলিউড সেলিব্রেটিরা একে একে পৌঁছতে শুরু করেছেন রাম মন্দিরে। (TV9 bangla)
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত