অমৃতময়ী
প্রকাশ: ৪ জুলাই ২০২১, ১০:০৮ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৬
বৃষ্টির ঝনঝনানিতে ঘুম ভেঙে যায়
চেয়ে দেখি তুমি নাই -শয়ন কিনারায়।
তোমায় খুঁজেছি অবকল্পনায়
অনিন্দ্যসুন্দরী লুকানো কোথায়?
অনিমিষে আছি খোলা জানালায়
আভরণহীন হয়ে কলহাস্যে ডাকে আমায়।
গন্ধনিবিড় ফুলের বনে
এসো তুমি এই নির্জনে।
সে ডাকে মোরে ঘোমটা-আড়ে
প্রেম লুকিয়ে চক্ষের লাজে।
ক্ষণপ্রেয়সীর উচ্চভূমি আঁচলে ঢাকা
খোলা চুলে আছে সে একা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত