অমিত শাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না অভিযোগ করে থানায় জিডি!
প্রকাশ: ১৩ মে ২০২১, ২১:০৩ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৫:২৮
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না অভিযোগ করে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বুধবার দিল্লি পুলিশের কাছে এই জিডি করেছেন কংগ্রেসের ছাত্র সংগঠন ‘ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়ার’ (এনএসইউআই) সাধারণ সম্পাদক নগেশ কারিয়াপ্পা। খবর আনন্দবাজারের।
এ বিষয়ে নগেশ কারিয়াপ্পার বক্তব্য, দেশের সঙ্কটময় পরিস্থিতিতে রাজনীতিকদের উচিত নাগরিকদের সুরক্ষা প্রদান করা, পালিয়ে যাওয়া নয়।
এদিকে এনএসইউআই'র সর্বভারতীয় সম্পাদক এবং মুখপাত্র লোকেশ চুঘ দাবি করেছেন, অমিত শাহর নামে নিখোঁজ ডায়েরি করার পরই সংগঠনের দফতরে কারিয়াপ্পার সঙ্গে দেখা করতে এসেছিলেন দিল্লি পুলিশের কয়েকজন কর্মকর্তা।
তিনি বলেন, ‘২০১৩ সাল পর্যন্ত নাগরিকদের দায়িত্ব নিতে দেখা যেত রাজনৈতিক নেতা-নেত্রীদের। বিজেপি সরকারে আসার পর সব বদলে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর এই সরকারের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খুঁজেই পাওয়া যাচ্ছে না এই মহামারির সময়ে।’
এনএসইউআই বিবৃতিতে জানিয়েছে, ‘এই ভয়ঙ্কর মহামারির সঙ্গে আমরা প্রত্যেকেই লড়াই করছি। এই পরিস্থিতিতে আমরা সরকারকে পাশে চাই। এই সরকার তা পূরণ করতে ব্যর্থ হয়েছে বলেই আমরা নিখোঁজ ডায়রি করেছি। আমরা চাই, এই সরকার জনগণের উদ্দেশে বার্তা দিক’। সূত্র-আনন্দবাজার
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত