অভিনেত্রী অপির বাবা লেখক সৈয়দ আবদুল করিম মারা গেছেন
প্রকাশ: ২৫ মার্চ ২০২১, ১৫:০১ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৪:০৬
অভিনেত্রী অপি করিমের বাবা, কবি ও লেখক সৈয়দ আবদুল করিম মারা গেছেন। বুধবার দিবাগত (২৫ মার্চ) মধ্যরাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
তথ্যটি নিশ্চিত করেছেন করিম পরিবারের নিকটজন নাট্যকার-সঞ্চালক রুম্মান রশীদ খান।
পারিবারিক সূত্রে জানা যায়, মধ্যরাতে ঘুমের মধ্যে মারা গেছেন সৈয়দ আবদুল করিম। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিকসে ভুগছিলেন। কিছুদিন আগে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন তিনি।
এদিকে, আজ (২৫ মার্চ) বাদ জোহর তার জানাজা হবে আজিমপুর কেন্দ্রীয় মসজিদে। সেখানকার কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।
সৈয়দ আবদুল করিম বাংলা একাডেমির আজীবন সদস্য ছিলেন। মৌলিক লেখনীর পাশাপাশি তিনি অনেক নরওয়েজীয় শিশুসাহিত্য অনুবাদ করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত