অবৈধদের দেশে ফেরাতে ভিসা নিষেধাজ্ঞার প্রস্তাব ইইউ'র

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২১, ১২:০৮ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ১২:০৭

অবৈধদের ফেরত আনা প্রক্রিয়ায় প্রয়োজনীয় সহযোগিতা না করার অভিযোগে বাংলাদেশিদের স্বল্প মেয়াদে ভিসা আবেদনের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব এনেছে ইউরোপীয় ইউনিয়ন। ইস্যু ভোটাভুটির জন্য তা পাঠানো হয়েছে ইইউ পার্লামেন্টে। তবে পররাষ্ট্রমন্ত্রী জানালেন, এই বিষয়ে কিছুই জানা নেই তার।

 
উন্নত জীবনের আশায় এশিয়া ও আফ্রিকা থেকে অনেকেই অবৈধপথে পাড়ি জমাচ্ছে ইউরোপে।

ইতালিভিত্তিক শরণার্থী সংগঠন স্ট্যাটিসটিকা বলছে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে এ বছর দেশটিতে এখন পর্যন্ত ঢুকেছেন, ৪ হাজার বাংলাদেশি। চেয়েছেন, রাজনৈতিক আশ্রয়। অবৈধভাবে ইউরোপে প্রবেশ করা বিভিন্ন দেশের নাগরিকদের নিজ দেশে ফেরাতে চেষ্টা চালাচ্ছে ইইউ। এতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর-এসওপি সই করেছে, ঢাকার ইইউ দূতাবাস।

কিন্তু, ফেরত পাঠানোর এই প্রক্রিয়ায়, বাংলাদেশ, ইরাক ও গাম্বিয়ার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন। যাতে এ সব দেশের নাগরিকদের স্বল্প মেয়াদী ভিসা নিষেধাজ্ঞায় তৈরি করা হয়েছে খসড়া প্রস্তাব। এটি পাঠানো হয়েছে, ইইউ সংসদে।

যদিও, পররাষ্ট্রমন্ত্রী বলছেন, তিনি কিছুই জানেন না।

খসড়া প্রস্তাবে বলা হয়, ইইউর বিভিন্ন দেশের নাগরিক ও পরিবারের সদস্যরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত