অবিশ্বাস্য জয়ে সেমিফাইনালে নোভাক জকোভিচ
প্রকাশ: ৬ জুলাই ২০২২, ১১:১০ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ২৩:৪৫
স্পোর্টস ডেস্ক: অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে অবিশ্বাস্য এক ম্যাচ উপহার দিলেন নোভাক জকোভিচ। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম দুই সেটেই প্রতিপক্ষ ইয়ানিক সিন্নার বিপক্ষে হার মানেন জকোভিচ। তখন মনে হয়েছিল, টেনিসের এক নম্বর তারকা হয়তো এবার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেবেন।
কিন্তু না, সবার ধারণাকে মিথ্যা প্রমাণ করেছেন জকোভিচ। প্রথম দুই সেটে হারা জকোভিচ দেখালেন দারুণ প্রত্যাবর্তন। ঘুরে দাঁড়িয়ে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে শেষ পর্যন্ত ইতালির ইয়ানিক সিন্নারকে ৫–৭, ২–৬, ৬–৩, ৬–২, ৬–২ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠে গেলেন ২০ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন জকোভিচ।
প্রথম দুই সেটে যেন খুঁজেই পাওয়া যায়নি জকোভিচকে। কিন্তু পরের তিন সেটে জকোভিচ দেখালেন নিজের অন্য রূপ। এর মাঝে অবশ্য চতুর্থ সেটে চোটে পড়েন সিন্নার। সব মিলিয়ে ম্যাচের শেষ অংশ রাঙিয়েছেন টেনিসের সার্বিয়ান তারকা।
সেমিফাইনালে ব্রিটেনের ক্যামেরন নরির মুখোমুখি হবেন জকোভিচ। দিনের আরেক কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের ডেভিড গফিনকে হারিয়ে সেমিফাইনালে উঠছেন নরি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত