অবশেষে সাইফার মামলায় জামিন পেলেন ইমরান খান
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩, ১০:৩২ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ২০:১১
আলোচিত সাইফার মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান। রাষ্ট্রীয় গোপনীয়তা লঙ্ঘন মামলার বিচার নিয়ে নানা নাটকীয়তার পর অবশেষে শুক্রবার তাকে জামিন দেয়া হয়। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ইমরানের সঙ্গে জামিন পেয়েছেন ইমরানের দলের নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিও। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ ইমরান ও কোরেশির জামিন মঞ্জুর করেন। আদালত এ দুই নেতার প্রত্যেকের নামে ১০ লাখ রুপি মূল্যের বন্ড জমা দিতে বলেছেন।
খবরে জানানো হয়, জামিন পেলেও ইমরানকে মুক্তি দেয়া হবে কি না, তাৎক্ষণিকভাবে তা এখনও স্পষ্ট নয়। কারণ অন্য কয়েকটি মামলায় ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আছে। তার আইনজীবী সালমান সাফদারও এ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন। এ মামলায় দুজনেই গ্রেপ্তার হয়ে এখন আদিয়ালা কারাগারে বন্দী। ইমরানের বিরুদ্ধে এই মামলা ছাড়াও তোশাখানা মামলাসহ অনেকগুলো মামলা আছে।
সুপ্রিম কোর্টের জামিন আদেশের পর আদালতের বাইরে পিটিআইয়ের আইনজীবী সালমার সাফার গণমাধ্যমকে বলেন, কোরেশিকে তাৎক্ষণিকভাবে মুক্তি দেওয়া উচিত। আর ইমরান খানের বিরুদ্ধে হওয়া অনেকগুলো মামলায় আগাম জামিন রয়েছে, আবার অনেকগুলো বিচারাধীন। তিনি বলেন, ‘আজ তিনজন বিচারপতিই একমত হয়েছেন, এই নথি ফাঁসের মামলা রাজনৈতিক নিপীড়নমূলক। এভাবে আপনি সবার জন্য সমান সুযোগ আশা করতে পারেন না।’
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত